নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এলাকায় চুরি, ছিনতাই ও মাদকসেবীদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ মে) সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে এমন বক্তব্য উঠে এসেছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি।
মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল বলেন, উপজেলা কমপ্লেক্সে রাতে অফিসের সিড়িতে বসে কিছু যুবক মাদক সেবন করে। অভিযোগ আছে বড়কাশিয়া ইউনিয়নের বড়কাশিয়া গ্রামের একটি বাড়ীতে মাদকের আখড়া বসে। এছাড়া চারিদিকে চুরি-ছিনতাই বেড়েছে।
ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবের অভিযোগ, তার বাসায় দুইবার চুরির ঘটনা ঘটার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অথচ তিনি সন্দেহভাজনদের নাম-পরিচয়সহ থানায় অভিযোগ করেছেন।
ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী বলেন, তার বাসায় চুরির চেষ্টা করেছে চোরেরা। তবে লোকজন জেগে যাওয়ায় চোর পালিয়ে যায়। এর আগে গত মঙ্গলবার রাতে বার্তাগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৭টি জানালার লোহার ফ্রেম চুরি হয়েছে। চুরি বা অপরাধমূলক কর্মকাণ্ড হঠাৎ বেড়ে যাওয়ায় সবাই উদ্বিগ্ন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চুরি হচ্ছে, এটা সত্য। নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী চুরিরও অভিযোগ আছে। সীমিত লোকবল নিয়ে পুলিশের একার পক্ষে মাদক ও চুরি রোধ করা সম্ভব নয়। এজন্য এলাকার সকলে মিলে সচেতন হতে হবে ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
আইনশৃঙ্খলা কমিটির সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ শান্তা, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রমুখ।