বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাবিতে প্রক্সি দিতে গিয়ে সমাজসেবা অফিসার আটক

আপডেট : ৩১ মে ২০২৩, ১৬:৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি কাণ্ডে সহকারী উপজেলা সমাজসেবা অফিসার আটক হয়েছেন। তিনি ৩৮তম বিসিএসের একজন নন-ক্যাডার। মঙ্গলবার (৩০ মে) ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। 

আটককৃত এই কর্মকর্তার নাম আব্দুল হালিম শেখ। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা ও বর্তমানে বরিশাল জেলার গোঁড়নদী সহকারি উপজেলার সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত আছেন।

বুধবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর ডেপুটি পুলিশ কমিশনার বিজয় বসাক।

এসময় কমিশনার বলেন, গতকাল হালিম থেকে আমরা বিভিন্নভাবে তার পরিচয় জানার চেষ্টা করি। কিন্তু সে তার পরিচয় গোপন করতে থাকে। পরে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমরা পরিচয় বের করি। তার বাড়ি ঝালকাঠি জেলার লনছিটিতে। সে বর্তমানে বরিশাল জেলার গোড়নদী  উপজেলার সহকারী উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে চাকরি করছেন। 

প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন পরীক্ষায় জালিয়াতি ও অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে ৭ জনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার সকালে ছাত্রলীগ নেতা শান্তসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নগরীর মতিহার ও চন্দ্রিমা থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে মামলাগুলো দায়ের করেন রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম। তাদের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইত্তেফাক/এআই