রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ প্রাইমারি স্কুল এলাকায় নকশা বহির্ভূত অনুমোদনহীন কয়েকটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বিকালে অভিযান শেষ হয়।
অভিযানে রাজধানীর দক্ষিণখানে ফায়দাবাদ প্রাইমারি স্কুলের পাশের এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের রাজউক এর আওতাধীন জোন-২/১ দক্ষিণখান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভবন ভাঙার বিষয়ে বাড়ি মালিক মোঃ গোলজার হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নকশার বিষয়ে কিছুই বলতে পারবো না। এটা ইন্জিনিয়ার ভালো বলতে পারবে। রাজউক থেকে নোটিশ করেছে আমরা নেটিশ পেয়েছি।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ২/১ এর আওতাধীন দক্ষিণখান ফায়দাবাদ প্রাইমারি স্কুল এলাকায় রাজউক নকশা বহির্ভূত ও অবৈধ দখল এমন সব ভবনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। নকশা বহির্ভূত ভবন ভাঙাসহ ২ ভবনে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করি। সেইসাথে তাদের বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন করে দেই। একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদন করা নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে সেই বার্তা দিয়ে সতর্ক করছি।
তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি এই ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে।
এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ২/১ এর অথরাইজড অফিসার ইন্জিনিয়ার পলাশ সিকদার, সহকারি অথরাইজড অফিসার আব্দুল লতিফ, ইমারত পরিদর্শক মাসুদুর রহমানসহ রাজউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।