রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জুলাইয়ে আসছে দক্ষিণ আফ্রিকা, চূড়ান্ত সূচি ঘোষণা 

আপডেট : ৩১ মে ২০২৩, ১৮:২৪

আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। । বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে জুলাইয়ে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে টাইগার যুবারা। 

বুধবার (৩১ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ খেলতে ১ জুলাই বাংলাদেশে পা রাখবে প্রোটিয়া যুবারা। খুলনার শেখ আবু নাসের ও রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। 

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ জুলাই। প্রথম তিনটি ম্যাচই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে। সিরিজের শেষ দুই ম্যাচ হবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে, ১৪ ও ১৭ জুলাই।

 

 

 

 

ইত্তেফাক/জেডএইচ