শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নির্বাচন কমিশনের দায়িত্ব কোনো প্রার্থীকে জিতিয়ে দেওয়া নয়: সিইসি

আপডেট : ৩১ মে ২০২৩, ১৮:৫৫

প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের দায়িত্ব কোনো প্রার্থীকে জিতিয়ে দেওয়া বা হারিয়ে দেওয়া নয়।  নির্বাচনে সবচেয়ে বড় দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের। দায়িত্ব হালকাভাবে নেবেন না। প্রিসাইডিং কর্মকর্তা চাইলে ভোট বন্ধ করতে পারেন। কেন্দ্রের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।

বুধবার (৩১ মে) সকালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ভোটদানে কোনো বাধা-বিপত্তি যেন না হয়। নির্বাচন কমিশনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যারা ভোটার তাদের ভোট প্রদানের অধিকার রয়েছে, সেই অধিকারকে কোনোভাবেই বিঘ্নিত করা যাবে না।

তিনি আরও বলেন, কোনোরকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে। মানুষের মধ্যে আস্থা থাকতে হবে- নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। আমাদের মূল বিষয় হচ্ছে ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন।

ইত্তেফাক/এবি/পিও