বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দপ্তরি গ্রেপ্তার

আপডেট : ৩১ মে ২০২৩, ১৯:৪৮

নেত্রকোনার পূর্বধলায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম খান (৫৫) নামের এক দপ্তরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩০ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার শফিকুলকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার শফিকুল ইসলাম খান উপজেলার ডোলকর গ্রামের মৃত আহমদ আলী খানের ছেলে।  

জানা যায়, ২০২২ সালের ১২ অক্টোবর মাদ্রাসা ছুটির পর দপ্তরি ওই ছাত্রীকে কাজের কথা বলে অপেক্ষা করায়। দপ্তরি সম্পর্কে ভুক্তভোগীর চাচা হওয়ায় সরল বিশ্বাসে সে অপেক্ষা করে। ততক্ষণে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা চলে গেলে ছাত্রীকে অফিসকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা যেন কাউকে না বলা হয় সেজন্য ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কয়েকমাস পর পরিবারের লোকজন ছাত্রীটির শারিরীক পরিবর্তন লক্ষ্য করলে তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানায় ভুক্তভোগী ৩২ সপ্তাহের গর্ভবতী। পরে ভুক্তভোগী তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মাদ্রাসার দপ্তরি শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে মামলা করেছেন। এরপরই মঙ্গলবার রাতেই শফিকুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও