শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

৩৬ কোটি টাকা আত্মসাৎ

খুলনায় ওজোপাডিকোর সাবেক এমডিসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ৩১ মে ২০২৩, ২০:১৫

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকউদ্দিনসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বুধবার (৩১ মে) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে ৩৬ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার ৮৭৯ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগ করা হয়েছে।

অপর দুই আসামি হলেন, ওজোপাডিকোর সাবেক কোম্পানি সচিব এবং সাবেক বোর্ড মেম্বার ও পরিচালক (অর্থ) আব্দুল মোতালেব ও চীনা প্রতিষ্ঠান হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানির সাবেক কান্ট্রি ডিরেক্টর ইয়ে ওয়েনজুন।

তরুণ কান্তি ঘোষ বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৪০ লাখ ২৪ হাজার ৩৭৯ টাকা আত্মসাৎ করেন। এছাড়া এছাড়া চীন থেকে বিভিন্ন মালামাল আমদানির নামে হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেডের সহায়তায় ৩ লাখ ৫০ হাজার ডলার (২ কোটি ৯৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা) আত্মসাৎ করে বিদেশে পাচারের চেষ্টা করছিলেন। যা ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, প্রাথমিক তদন্তে অর্থ আত্মসাৎ ও পাচার চেষ্টার প্রমাণ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে। এখন তদন্ত কর্মকর্তা নিয়োগের পর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও