বান্দারবানের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মাদকবিরোধী অভিযানে এসব মাদক জব্দ ও উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মাদকবিরোধী অভিযানে নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি হতে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা, ৩২০ বোতল বার্মিজ মদ ও ১৩শ ১৪৯ প্যাকেট বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লে. কর্ণেল রেজাউল করিম তিনি বলেন, বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে মাদকবিরোধী চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।