বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চবিতে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, পুলিশসহ আহত ৯

আপডেট : ০১ জুন ২০২৩, ১৭:১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খাবার হোটেলে বসাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মিজানুর রহমান ও নিরাপত্তা দপ্তরের কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ উভয় গ্রুপের অন্তত ৯ জন আহত হয়েছেন।

বুধবার (৩১ মে) রাত সোয়া দশটার দিকে শুরু হয় সংঘর্ষ। চলে রাত পৌনে ১১টা পর্যন্ত। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা হোটেলে খাবার খেতে গিয়ে দুই পক্ষের দুই কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় সিএফসির কর্মীরা শাহ আমানত হল ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেন। ইটপাটকেল ছোড়াছুড়ির পাশাপাশি চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে দেড় ঘণ্টা পর রাত পৌনে বারোটায় পরিস্থিতি শান্ত হয়। 

এ বিষয়ে সিএফসি গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান বলেন, হোটেলে বসাকে কেন্দ্র করে জুনিয়রদের মধ্যে হাতাহাতি হয়। পরে আমরা বিষয়টি মীমাংসার আগেই সংঘর্ষ লেগে যায়। আমাদের কয়েকজন ছেলে আহত হয়েছে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপি বলেন, এক সিনিয়র ছেলের গায়ে জুনিয়র ছেলে হামলা করেছে। সেখান থেকে ভুল বোঝাবুঝি হয়৷ আমরা অনুসন্ধান করে ঘটনার পেছনে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো৷ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রকটর ড. নূরুল আজিম সিকদার দৈনিক ইত্তেফাককে বলেন, ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এআই