২০২৩-২৪ অর্থবছরের বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইলের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে দাম বাড়বে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, তিন ধরনের দেশি কোম্পানির মুঠোফোনের ওপর উৎপাদন পর্যায়ে ভ্যাট আরোপ করা হবে। প্রথমত, যেসব প্রতিষ্ঠান যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নিজেরাই বানাবে এবং মোবাইল ফোন উৎপাদন করবে, সেসব কোম্পানির ওপর ২ শতাংশ হারে ভ্যাট বসবে। যদিও এক্ষেত্রে ২০২২-২৩ কোনো ভ্যাট ছিল না।
দ্বিতীয়ত, যেসব প্রতিষ্ঠান মোবাইল ফোন সংযোজন করে, তাদের ক্ষেত্রে দু’ভাবে ভ্যাট আরোপ করা হবে। নিজেদের তৈরি কমপক্ষে দুটি যন্ত্রাংশ দিয়ে মুঠোফোন বানালে ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। তৃতীয়ত, যারা সব ধরনের যন্ত্রাংশ এনে দেশে সংযোজন করবে তাদের ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এই ভ্যাটের মেয়াদ।