অস্ট্রেলিয়ার সাবেক স্পেশাল সার্ভিস কর্মকর্তা ও ভিক্টোরিয়া ক্রস পদকধারী বেন রবার্টস আফগানিস্তানের তিনটি সংবাদপত্রের বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে গেছেন। ওই তিনটি সংবাদপত্র স্মিথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছিল। বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবিসি জানায়, তিনটি সংবাদপত্র স্মিথকে ৬ আফগান হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছিল। সে সময় তিনি চাকরিরত ছিলেন। তিনি অবৈধভাবে বন্দীদের আক্রমণ করেছিলেন এবং সহকর্মীদের উৎপীড়ন করার অভিযোগ সত্য বলে প্রমাণ হয়েছে। সিভিল ট্রায়াল, একটি আদালত যেটি এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান বাহিনীর দ্বারা যুদ্ধাপরাধের অভিযোগের মূল্যায়ন করেছে।
বিবিসি বরাতে বিচারপতি অ্যান্থনি বেসাঙ্কো বলেন, ছয়টি হত্যার অভিযোগের মধ্যে চারটি সত্য প্রমাণ হয়েছে। এছাড়া মি. রবার্টস-স্মিথ এর বিরুদ্ধে আরও দুটি হত্যা এবং এক নারীকে লাঞ্ছিত করার অভিযোগ করেছিলো সংবাদমাধ্যমগুলো। সেগুলোর প্রমাণ পাওয়া যায়নি।