বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নতুন বাজেটকে আওয়ামী লুটপাটের মডেল বললেন আমির খসরু

আপডেট : ০১ জুন ২০২৩, ১৮:৫৪

নতুন বাজেটকে আওয়ামী লুটপাট মডেলের বাজেট আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইএমএফ এর শর্তমোতাবেক বাজেট আওয়ামী লীগের লুটপাটের পৃষ্ঠপোষকতার বাজেট। এরজন্য সাধারণ জনগণের ওপর ট্যাক্সের চাপ আরও বাড়বে।

বৃহস্পতিবার (১ জুন) বনানীতে নিজ বাস ভবনে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সরকার ঋণ নিয়ে ঘি খাচ্ছে। এই লুটপাটের দায় আগামী প্রজন্মকে বইতে হবে। এখান থেকে বের হতে জনমুখী সরকার প্রয়োজন। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে সুষ্ঠু নির্বাচন হবে। তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

আজ দুপুর ৩টায় জাতীয় সংসদে অধিবেশন শুরুর পর 'উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা' শীর্ষক বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন। এটি দেশের ৫২তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম ও আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট।

 

ইত্তেফাক/এসজেড