রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নির্মিত হবে ৫৬০ মডেল মসজিদ

আপডেট : ০১ জুন ২০২৩, ২১:২৫

আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনসহ ১০ প্রকল্প বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে বাজেট বক্তব্যে তিনি এসব তথ্য ‍তুলে ধরেন।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ধর্ম মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৩-২৪ অর্থবছরে ২ হাজার ৫০৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে পরিচালন খাতে ৩৩৩ কোটি ৬ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ২ হাজার ১৭৬ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

চলতি ২০২২-২৩ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৩৫৩ কোটি ১৪ লাখ টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬০ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকা। 

ইত্তেফাক/এবি/পিও