সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইউরোপার ফাইনালে হারের পর রেফারির ওপর হামলা

আপডেট : ০২ জুন ২০২৩, ১২:৪৪

ইউরোপা লিগের ফাইনালে হারের পর রেফারি অ্যান্টনি টেইলর ও তার পরিবারের ওপর ওপর হামলা করেছে রোমা সমর্থকরা। এ ঘটনায় একজন ইতালীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। স্কাই স্পোর্টস

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেদেখা গেছে, সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগের ফাইনাল শেষে রোমা সমর্থকরা রেফারিকে ধাওয়া করে। পরে নিরাপত্তারক্ষীরা টেইলর ও তার পরিবারকে ক্যাফে থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে পরাজয়ের পর বুদাপেস্ট বিমানবন্দরে রোমার একদল সমর্থক ইংলিশ রেফারি অ্যান্থনি টেইলর ও তার পরিবারকে হয়রানি করেন। টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে টেইলর এবং তার দলের দিকে চেয়ার এবং বোতল নিক্ষেপ করতে দেখা গেছে।

প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেড (পিজিএমওএল) এক বিবৃতিতে বলেছে, বুদাপেস্ট বিমানবন্দরে অ্যান্থনি টেইলরসহ তার পরিবারকে হয়রানি ও গালিগালাজ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে আমরা অবগত আছি। উয়েফা ইউরোপা লিগের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে অ্যান্থনি ও তার পরিবারের প্রতি অন্যায্য ও ঘৃণ্য গালাগাল করায় আমরা মর্মাহত। অ্যান্টনি ও তার পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।

এ বিষয়ে মন্তব্যের জন্য উয়েফার সাথে যোগাযোগ করেছে স্কাই স্পোর্টস নিউজ। তবে এখনও মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় জড়িত ইতালীয় নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে। বুদাপেস্ট বিমানবন্দরে এক বিবৃতিতে জানিয়েছে, রোমার এক ভক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। হেরে যাওয়া রোমা দলের সমর্থকরা বিমানবন্দরের ফুড কোর্টে রেফারিকে চিনতে পেরেছিল।

যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়, এটা খুবই উদ্বেগজনক। আমরা আশা করি অ্যান্থনি ও তার পরিবার ভালো আছেন। আমরা বিশ্বাস করি ইংলিশ ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলো এগিয়ে আসবে। হেরে যাওয়ার পরে দর্শকদের এ ধরনের আচরণের নিন্দা করা উচিত। ম্যানেজারদের মন্তব্য এবং খেলোয়াড়দের আচরণ এ ধরনের সহিংসতা উস্কে দেয়। এটি উদ্বেগজনকভাবে বাড়ছে।

ইত্তেফাক/এসকে