মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রিয়ালেই আছি, নেট দুনিয়ার সঙ্গে বাস্তবতার মিল নেই: বেনজেমা 

আপডেট : ০২ জুন ২০২৩, ১৫:৩৮

সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ বড় অঙ্কের প্রস্তাব পান রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেনজেমা। সৌদি ক্লাব থেকে দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পান বেনজেমা। চলতি সপ্তাহেই বেনজেমাকে উত্তর জানাতে বলেছিল তারা। এরপর গুঞ্জন ওঠে রিয়ালের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন এই ফরাসি তারকা।

তবে সেই রিয়াল ছাড়ার গুঞ্জনকে উড়িয়ে দিলেন বেনজেমা। বৃহস্পতিবার (১ জুন) স্প্যানিশ স্পোর্টস পাবলিকেশনের আয়োজনে ‘মার্কা লিজেন্ড প্রাইজ’ সম্মানে ভূষিত হন বেনজেমা। সেই অনুষ্ঠানে ক্লাব ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘শনিবার আমাদের খেলা আছে (লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে), কালকে আমাদের ট্রেনিং সেশন… তো, এই মুহূর্তে আমি তো মাদ্রিদেই।’ 

করিম বেনজেমা।

রিয়ালে কতদিন থাকবেন এমন প্রশ্নে বেনজেমা আরও বলেন, ‘ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে কেন? আমি তো রিয়াল মাদ্রিদেই আছি। এটা তো বদলায়নি। ইন্টারনেটে যা বলাবলি হয়, বাস্তবতা তা থেকে ভিন্ন।’

 

 

 

ইত্তেফাক/জেডএইচ