শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ওমানে হকিতে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ

আপডেট : ০২ জুন ২০২৩, ১৫:৫১

ওমানের সালালায় অনুষ্ঠানরত অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ জুনিয়র হকিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ। ১০ দলের মধ্যে ষষ্ঠ স্থান পেয়েছে। বাংলাদেশের লক্ষ্য ছিল সেমিফাইনালে যাবে। সেখান থেকে সেরা তিনে ঢুকবে এবং অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করবে। কোনোটাই পূর্ণ হয়নি। গতকাল ওমানে স্থান নির্ধারণীর শেষ খেলায় বাংলাদেশ ৫-১ গোলে জাপানের বিপক্ষে বিধ্বস্ত হয়েছেন। প্রথম কোয়ার্টার ৩-০, দ্বিতীয় কোয়ার্টারে ৩-১, তৃতীয় কোয়ার্টারে ৪-১ এবং চতুর্থ কোয়ার্টারে ৫-১ গোলে হারের মালা গলায় পরেছে।

হকির ইতিহাসে এবারই প্রথম অনূর্ধ্ব-২১ দলকে এশিয়া কাপে পাঠানোর আগে ভারতে লম্বা সময়ের জন্য প্রস্তুতি নিতে পাঠানো হয়। ১০টা ম্যাচ খেলেছে সেখানে। বাংলাদেশ যুব বিশ্বকাপে খেলবে সেই স্বপ্ন দেখেছিল হকি। কিন্তু এভাবে মুখ থুবড়ে পড়বে কে জানে। গলদ কোথায়। প্রস্তুতিতে ঘাটতি থাকার কথা না। খেলোয়াড় নির্বাচক কমিটির প্রধান সাজেদ আদেলের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি না। জানিয়েছেন তারা প্রাথমিক দলের ৩৫ জনের নাম দিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত সিলেকশন কীভাবে হয়েছে তারা জানেন না। সাজেদ আদেল জানিয়েছেন এই ব্যর্থতার দায়ভার সিলেকশন কমিটি নেবে না। 

তিনি বলেন, ‘আমরা চূড়ান্ত সিলেকশন করলেই যে, দল ভালো রেজাল্ট করত সেটাও বলব না। তবে সিলেকশনে নিয়ম-কানুন মানা হয়নি।’ সিলেকশন কমিটির আরেক সদস্য টুটুল কুমার নাগ খেলোয়াড় সিলেকশন সম্পর্কে বললেন, ‘কে খেলোয়াড় সিলেক্ট করেছে আমি বলতে পারব না। আমি সিলেকশন করিনি।’ ওমানে জুনিয়র এশিয়া কাপে দক্ষিণ কোরিয়া ৩-১ গোলে, মালয়েশিয়া ৫-১ গোলে বাংলাদেশকে হারিয়েছে। বাংলাদেশ সহজ জয় পেয়েছে ওমান এবং উজবেকিস্তানের বিপক্ষে। স্থান নির্ধারণী খেলা থাইল্যান্ডকেও হারিয়েছে।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন