বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মেসির বার্সায় ফেরার ব্যাপারে নিশ্চিত জাভি

আপডেট : ০২ জুন ২০২৩, ১৬:৫৮

চলতি মৌসুম শেষে ফরাসি ক্লাব পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। তার ক্লাব ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের। বিশ্বকাপজয়ী এই ফুটবলারের পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে চলছে আলোচনা। তবে বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ মনে করেন পুরানো ক্লাব বার্সেলোনাতেই ফিরবেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 

এক সাক্ষাৎকারের জাভি বলেন, ‘মেসি নিজেও জানে যে  আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। এ ব্যাপারে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। আমাদের এখানে তাকে ফেরাতে আমরা প্রস্তুত আছি।’

বয়স হলেও এখন মেসির শীর্ষ পর্যায়ে খেলার ক্ষমতা আছে বলে মনে করেন বার্সা কোচ। তিনি আরও বলেন, ‘আমি মনে করি এখনও সেরা পর্যায়ে ফুটবলার খেলার যোগ্যতা মেসির রয়েছে। সে বার্সায় আসুক সেটা সবাই চায়, বিশেষ করে কোচ। তার জন্য সবসময় বার্সেলোনার দরজা খোলা। আমি বিশ্বাস করি সে ভালো করবে।’ 

সূত্র: ইএসপিএন

ইত্তেফাক/জেডএইচ