রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাশিয়ার কুর্স্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলা: গভর্নর

আপডেট : ০২ জুন ২০২৩, ১৭:০৬

রাশিয়ার কুর্স্ক শহরের কাছে ইউক্রেইনের বেশ কয়েকটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক গভর্নর রোমান স্তারাভোয়েতে। শুক্রবার ভোরে শহরজুড়ে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে এমন খবর আসে। 

এর কিছুক্ষণের মধ্যেই গভর্নর রোমান স্তারাভোয়েতের বিবৃতিটি আসে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি।

বিবৃতিতে স্তারাভোয়েত কুর্স্ককের বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানান এবং বলেন ইউক্রেনের সঙ্গে সীমান্ত থাকা অঞ্চলটির প্রধান শহর রাশিয়ার সামরিক বাহিনীর ‘দৃঢ় সুরক্ষার মধ্যে আছে’।

চ্যানেল ম্যাশ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে, সেখানে রাশিয়ার বিমান প্রতিরক্ষা পদ্ধতিকে আকাশে একটি ক্ষেপণাস্ত্রকে গুলি করতে দেখা গেছে, তবে ভিডিওটি সত্যতা যাচাই করা যায়নি।

২০২২ এর ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলো বার বার কামানের গোলা ও রকেট এবং ড্রোন হামলার শিকার হচ্ছে।

সীমান্ত অঞ্চল ছাড়িয়ে রাশিয়ার ভেতরে এমনকি রাজধানীতে মস্কোতেও হামলা হচ্ছে। মঙ্গলবার বিস্ফোরকবাহী কয়েকটি ড্রোন মস্কোর বেশ কয়েকটি উঁচু আবাসিক ভবনে আছড়ে পড়ে। এতে দুইজন বেসামরিক সামান্য আহত হন।

রাশিয়ার কর্মকর্তাদের দাবি, রুশ জনগণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতে এসব হামলা চালাচ্ছে কিয়েভ। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেন থেকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে তাদের সেনারা।

ইত্তেফাক/এফএস