শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন মারা গেছেন

আপডেট : ০২ জুন ২০২৩, ১৮:০২

প্রবীণ রাজনীতিবিদ, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. মো. আফসারুল আমিন মারা গেছেন।

শুক্রবার (২ জুন) বিকেল ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বান ত্যাগ করেন।

২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর চলে যান। সেখান থেকে ফিরে দেশে নিয়মিত কেমো ও রেডিয়েশন থেরাপি নিয়েছেন।

১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। এরমধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

সরকারের নৌ-পরিবহন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

 

ইত্তেফাক/আরএজে