সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাক্ষাৎকার

সবাই শুধু আমাকেই আঘাত দিয়ে মজা পায়: পরীমনি

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৫:৩০

সময়ের আলোচিত চরিত্র পরীমনি। সাম্প্রতিক ইস্যুতে নানাভাবেই বিভিন্ন মাধ্যমে আলোচনায় এসেছেন। তবে মূল আলোচনায় থাকছে পরী-রাজের সংসার টিকবে কি-না সেই প্রশ্ন! গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার নতুন চলচ্চিত্র ‘মা’। নতুন ছবি ও সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে কথা বললেন ইত্তেফাকের সঙ্গে । লিখেছেন তানভীর তারেক

রাজের সাথে বিচ্ছেদ নাকি সময়ের ব্যাপার? এ ব্যাপারে রাজ বলেছে, আপনি যদি বলেন তাহলে সংসার থাকবে, না বললে থাকবে না। আপনার সিদ্ধান্ত কী?

এটা কেমন কথা? আমি কী একবারও বিচ্ছেদের কথা বলেছি? বরং বলেছি, আমার সংসারে এসব বদ-নজর কারা দেয়, তাদের কথা। যেকোনো মেয়েই এসব ব্যাপারে রাগবে ।

একপক্ষ বলছে, রাজের ফেসবুক আইডি হ্যাক হয়নি। আপনিই ওর আইডি নিয়ন্ত্রণে নিয়ে এসব করেছেন?

যে পক্ষরা বলছে তারা আসলে যেকোনো সংসার নিয়ে বিচ্ছেদ দেখলে আরাম পায়। সবাই ভাবে দেশে সব খারাপ একমাত্র পরীমনি। এখন যখন দেখছে এসব তখন এগুলো নিতে পারছে না!

কিন্তু সুনেহরা বলছেন, তার সম্পর্কে কোনো বাজে কথা ছড়ালে তিনি আইনি ব্যবস্থা নেবেন। আপনার মন্তব্য জানতে চাই—

কার বিরুদ্ধে নেবে। আর আইন তো সবার জন্যই সমান। আমার কী আইনের অধিকার নেই?

রাজের সাথে কী আপনার কোনো কথাই হয়নি?

না। কোনো কথা হয়নি। দেখুন, এসব কিছুদিনের ভেতরে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। কিন্তু এর মাঝে যারা যারা নানাভাবে বাতাস দিলেন, পেছনে উসকানি দিলেন তাদের তো চিনতে পারলাম!

এছাড়া সম্প্রতি একজন সিনিয়র অভিনেত্রীকে ইঙ্গিত করেও আপনি বলেছেন যে, আর করুণা করবেন না! কেন?

না, আমি আগে বলিনি। তিনিই অনেক আগে থেকে আমাকে নিয়ে নানারকম মন্তব্য করে যাচ্ছেন। যার কোনোটারই ভিত্তি নেই! তাই স্বাভাবিক রক্ত-মাংসের মানুষ হিসেবে এই অপমান, অপবাদের প্রতিবাদ করেছি মাত্র। এটুকু অধিকার নিশ্চয়ই আমার আছে।

অনেকেই বলেন, আপনার অল্প সময়ের ক্যারিয়ারে অনেক টাকা কামিয়েছেন, যা রহস্যজনক! এ নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই —

হাহাহা। শুনুন, আমি খুব অল্প বয়সে সর্বাধিক ছবিতে সাইন করেছি। অগণিত বিজ্ঞাপন করেছি। আমার নিষ্ঠা আর পরিশ্রমের আয় এগুলো। এটাও বলে রাখি, এখন আমার কাছে কোনো সেভিংস নেই!

কেন? অনেকই বলেন আপনার প্রাক্তন স্বামী বা বয়ফ্রেন্ডরা আপনার টাকা লোপাট করেছে  বা আপনি তাদের পেছনে খরচ করেছেন?

হাহাহা। আবারও হাসালেন? দেখুন, আমি কারোটা খাইনি এটা সত্যি। এখন যাকেই ভালবেসেছি তার জন্য করার চেষ্টা করেছি। সেটা কী আমার দোষ? তবে ঠকিয়েছে অনেকে এটা তাদের স্বভাব। আমার তাতে আক্ষেপ নেই। এখন আমার বাচ্চাকে নিয়ে গত ১টা বছর এই যে একার সংগ্রাম এর পেছনে খরচ নেই বলছেন? আমার স্ট্রাগলটা কেউ দেখে না। সবাই কতভাবে আঘাত করা যায় পরীকে, সে কথাই ভাবে!

কেন রাজ কী বাবা হিসেবে সন্তানের খোঁজ নেয় না। এছাড়া কিছুদিন আগে মা ছবির প্রিমিয়ারে আপনার সন্তানকে নিয়ে সবার হট্টগোলে খুব বিব্রতকর অবস্থায় পড়লেন। অনেকেই বলছেন, এত হৈ-হুল্লোর ভেতরে কেন বাচ্চাকে নিয়ে মুভ করেন?

দেখুন, আমি এখন একটা ট্রমার ভেতরে থাকি ।আমার হাতের নাগালের বাইরে রাজ্যকে দিয়ে আমি স্বস্তি পাই না। সে কারণে আমি ওকে চোখের আড়াল করতে চাই না ।

এর আগে মীম কে নিয়ে আপনি বলেছিলেন, এরপর রাজকেও নাকি মীমের সাথে কাজ করতে দেননি! এসবের কারণেই কী আস্তে আস্তে দূরত্ব তৈরি?

দেখুন, এর আগে একটা লাইভেও বলেছি। রাজকে আমি কাজ করতে দিই না এটা ভুয়া কথা। আর কারও সম্পর্কে নতুন করে বলার নেই। শুধু বলি, আমি একজন মা, একজনের স্ত্রী , আমি আমার সংসারকে রক্ষা করার জন্য আশেপাশের মুখোশগুলোর কাছে প্রশ্ন রাখতে চাই—আমার সংসারে, আমার স্বামীকে নিয়ে কেন এসব নোংরামি! তবে আমি অনেক সহ্য করেছি। মুখ বুঁজে এসব শত্রুদের কথা শুনেছি। আর সহ্য করবো না। আইনের আশ্রয় নেবো। মামলা লড়বো। সবাই শুধু আমাকেই আঘাত দিয়ে মজা পায়!

শেষ প্রশ্ন-কবে সিনেমায় নিয়মিত হচ্ছেন? সম্প্রতি আনন্দবাজারের বেস্ট নায়িকা হলেন। নিয়মিত পর্দায় কবে আসবেন?

খুব জলদি। আমার রাজ্যকে আরেকটু গুছিয়ে নিই। ওকে এভাবে রেখে দ্বিধার ভেতরে আমি কাজ করতে পারবো না। তবে খুব দারুণ চমক লাগা কাজ দিয়ে কামব্যাক করবো, এটা চূড়ান্ত। দর্শকদের ভালোবাসাই আমাকে পরীমনি বানিয়েছে। তাদের ভালোবাসার মর্যাদা দেওয়ার চেষ্টা করবো।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন