রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ছাপানো টাকায় মূল্যস্ফীতি বাড়বে না: গভর্নর

আপডেট : ০৩ জুন ২০২৩, ১১:২৭

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ছাপানো টাকায় মূল্যস্ফীতি বাড়বে না। 

তিনি বলেন, সরকারের আগামী ২০২৩–২৪ অর্থবছরের বাজেট বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকও অর্থের জোগান দিবে। বাজারে তারল্য সংকট রয়েছে, সে জন্য সরকার বন্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়লে মূল্যস্ফীতি বাড়ার কোনো সম্ভাবনা নেই।

শুক্রবার (৩ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের গভর্নর আব্দুর রউফ তালুকদার এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ডলার বিক্রি করে প্রায় দুই লাখ কোটি নগদ টাকা বাজার থেকে তুলে নিয়েছে। প্রয়োজনে সেই টাকা থেকে সকারকে ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া বিল বন্ডের বিপরীতে টাকা ইস্যু করে অর্থের জোগান দিতে পারে।

গভর্নর বলেন, আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ঘাটতি পূরণে সরকার ব্যাংক থেকে এক লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারকে বাংলাদেশ ব্যাংক অবশ্যই টাকা দিবে। আর সরকার ব্যাংক খাত থেকে ঋণ নিলে বেসরকারি খাতে কোনো সমস্যা হবে না। এমনকি মূল্যস্ফীতিও বাড়বে না।

ডলার সংকট নিয়ে আব্দুর রউফ বলেন, বাংলাদেশ ব্যাংক ডলার সংকট মোকাবিলায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ২০ বিলিয়ন ডলার বিক্রি করায় দুই লাখ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে ফিরে এসেছে। এই টাকা যদি বাজারে থাকতো তাহলে সরকারের এক লাখ কোটি টাকা ঋণ নেওয়া কোনো বিষয় হতো না। এখন যেহেতু বাজারে তারল্য সংকট রয়েছে, সে জন্য সরকার বন্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিচ্ছে।

এদিকে পার্শ্ববর্তী কয়েকটি দেশের তুলনায় বাংলাদেশে টাকার সরবরাহ কম দাবি করে গভর্নর বলেন, আমাদের টাকা সরবরাহ এই অঞ্চলের মধ্যে সর্বনিম্ন। এটি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ৩৮ শতাংশ। যা ইন্ডিয়াতে ৭৬ শতাংশ। থাইল্যান্ড, কম্বোডিয়াতে প্রায় ১০০ শতাংশ। তাই সরকার ঋণ নিচ্ছে বলে মূল্যস্ফীতি বাড়ছে, এটা ঠিক না। মূলত বিশ্ব বাজারে তেলের দাম ও গ্যাসের দাম বেড়ে যাওয়ার ফলে মূল্যস্ফীতি বাড়ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন প্রমুখ।

ইত্তেফাক/আরএজে