ভারতের ওডিশায় গতকাল শুক্রবার রাতে ৩টি ট্রেনের সংঘর্ষের ঘটনায় আহত ১ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সিলর আলমাস হোসেন ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আহত ব্যক্তির নাম রাসেলুজ্জামান। তার বাড়ি রাজশাহীতে।
ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত ২৮৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৮৫০ জনেরও বেশি। এ দুর্ঘটনা দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা।