লিগ শিরোপা আগেই ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। লক্ষ্য এবার ট্রেবল জয়ের। এফএ কাপের শিরোপা জিতে সেই লক্ষ্য অর্জনে ভালোভাবেই টিকে থাকলো সিটিজেনরা। এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে শিরোপা নিজদের করে নিলো পেপ গার্দিওলার শীষ্যরা।
শনিবার (৩ জুন) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১৬ সেকেন্ডেই লিড পায় ম্যানচেস্টার সিটি। গিনদোয়ান গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ইউনাইটেড। ম্যাচের ৩৩ মিনিটে ম্যাচে সমতা আনে রেড ডেভিলরা। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন ব্রুনো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।
বিরতি থেকে ফিরে আক্রমণাত্নক খেলতে থাকে সিটিজেনরা। ম্যাচের ৫১ মিনিটে ফের গোল করে সিটিকে লিড এনে দেন গিনদোয়ান। এরপর গোল শোধের লক্ষ্যে মরিয়া হয়ে খেলতে থাকে ইউনাইটেড। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে শিরোপা ঘরে তুলে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারালেই ট্রেবল জিতবে পেপ গার্দিওলার দল।