বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জুলাইয়ের শেষ পর্যন্ত দেশব্যাপী বিদ্যুৎ ঘাটতি থাকতে পারে: প্রতিবেদন

আপডেট : ০৩ জুন ২০২৩, ২২:০২

জ্বালানি সঙ্কট এবং তীব্র গরমের কারণে চলমান বিদ্যুৎ সরবরাহের ঘাটতি অন্তত জুলাইয়ের শেষ পর্যন্ত দেশব্যাপী অব্যাহত থাকতে পারে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং সিলেট। সাম্প্রতিক সপ্তাহগুলিতে, কর্মকর্তারা দৈনিক শক্তি উৎপাদন কমিয়েছেন এবং লোডশেডিংয়ের সময়সূচী বাড়িয়েছেন, বিশেষ করে ঢাকায়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ক্রাইসিস টোয়েন্টিফোর

এ বছর তীব্র গরমে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় বেশি বিদ্যুৎ খরচ হয়েছে। লোডশেডিংয়ের ভোগান্তি রাজধানী ঢাকাসহ শহরগুলোতে কিছুটা কম হলেও মফস্বল পর্যায়ে লোডশেডিং চরম আকার ধারণ করেছে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশের লোডশেডিং পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আরো অন্তত এক মাস সময় লাগবে। জুন মাসের পর বিদ্যুতের উৎপাদন বাড়বে। তখন লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে একটা বড় বিদ্যুৎ আমরা পাচ্ছি না সিস্টেমে। এই কারণে আমি মনে করি যে, কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। লোডশেডিং বেড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘তেলের ব্যাপারেও আমরা হিমশিম খাচ্ছি। এখন ইন্ডাস্ট্রিতে ডাইভার্ট করছি বেশির ভাগ গ্যাস। গরম বেড়ে গেছে ৩৮ ডিগ্রির উপরে, কোনো কোনো জায়গায় ৪০-৪১ ডিগ্রি হয়ে গেছে। কয়েকটি পাওয়ার প্ল্যান্ট কাজ না করাতে লোডশেডিং বেড়েছে। কিছুদিন এ পরিস্থিতি থাকবে। প্রায় দেড় হাজার মেগাওয়াটের উপরে লোডশেডিং হচ্ছে।’

ইত্তেফাক/এএইচপি