বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘এখনই সঠিক সময় আফগানদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার’

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৩:৪৩

আর কয়দিন পরই পূর্ণাঙ্গ সিরিজের টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী ১৪ই জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। আর এ ম্যাচের আগে নিজেদের খুব ভালোভাবেই প্রস্তুত করে নিচ্ছে টাইগাররা। কারণ ক্রিকেটের অভিজাত সংস্করণে প্রথম দেখায় আফগানদের কাছে হারের স্মৃতি এখনো খুব উজ্জল তাদের মনে। ঘরের মাঠে ঐ হারের প্রতিশোধ নিতে এবার মুখিয়ে রয়েছে তামিম-লিটনরা। গতকাল এমনটি জানিয়েছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান।

আসন্ন এ সিরিজ নিয়ে শনিবার মিরপুরে আকরাম খান সাংবাদিকদের সঙ্গে বলেন, ‘আফগানিস্তানকে কোনোভাবে ছোট করে দেখার নেই। ওদের ভালো মানের বোলার অনেক আছে। ব্যাটার যারা আছে ওদের ধারাবাহিকতা অনেক ভালো। ওদের যদি সহজভাবে নেন বা মনে করেন যে, আয়ারল্যান্ডের মতো তাহলে এটা আমাদের জন্য নেতিবাচক হবে। ওরা কিন্তু শক্তিশালী একটা দল এবং শ্রীলঙ্কাকে ওদের মাটিতে হারানো বড় একটা ব্যাপার।’

‘আমরা যেভাবে খেললাম আয়ারল্যান্ডের বিপক্ষে দেশে ও বাইরে আমরা যদি ঐভাবে প্রোপার ক্রিকেট খেলতে পারি, ইনশাআল্লাহ্? আমরা ভালো করব। কারণ আমাদের হোম অ্যাডভান্টেজও আছে। এই মাঠে আমাদের অভিজ্ঞতা বেশি। তো সুযোগটা নিতে পারলে আমরা ভালো করব।’

এদিকে আফগানিস্তান টিম স্পিন বোলিংয়ে খুব ভালো। তাদের দলে রশিদ খান, মুজিব-উর-রহমানদের মতো রহস্যময়ী কিছু স্পিনার রয়েছে। সবশেষ ২০১৯ সালে প্রথম বারের মতো তাদের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে রশিদ খানের ঘূর্ণিতেই আটকা পড়েছিল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে এ স্পিনার তুলে নিয়েছিল টাইগারদের ১১টি উইকেট। এবারও কি স্পিনবান্ধব উইকেটে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হবে কি না, এমনি জানতে চাইলে সাবেক এ অধিনায়ক বলেন, ‘উইকেটটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। নরমালি যে ধরনের উইকেট থাকে সে ধরনের উইকেটই আমরা দিয়ে থাকি। আমাদের খেলোয়াড়রা এ উইকেটে ভালো খেলার কথা, যেহেতু তারাই আমাদের মাঠে বেশি খেলেছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে।’

এসময় রশিদ খানকে কীভাবে মোকাবিলা করা যাবে তা-ও জানিয়ে দেন তিনি। বলেন, ‘রশিদ খান অবশ্যই ভালো বোলার। সে কিন্তু টি-টোয়েন্টিতে ভালো করে, ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে ওর (রশিদের) ঐরকম আহামরি কোনো পারফরমেন্স নেই। টি-টোয়েন্টি প্রতি বল রানের জন্য খেলতে হয় চান্স নিতে হয়। আপনি যদি সাবধানতার সঙ্গে খেলেন তাহলে মনে হয় সমস্যা হবে না। এর আগেও আমরা ওর বিপক্ষে খেলেছি তো আমার মনে হয় অতো কষ্ট হবে।’

কথা বলার এক পর্যায়ে আগের ম্যাচের স্মৃতি চারণ করে তিনি বলেন, ‘আমরা যে টেস্টটা হেরেছি, আমরাও কিন্তু ওদের মতো ভালো খেলছিলাম। দুই তিন ভালো খেলেছি কিন্তু একটা ঘণ্টা আমরা খারাপ খেলায় ঐ টেস্টটা হেরে যাই। আমি যেটা শুরুতে বলেছি, আপনাকে ভালো খেলতেই হবে। যে দলের বিপক্ষেই খেলেন না কেন। অবশ্যই ওদের স্পিনাররা অনেক ভালো। তবে আমাদের ব্যাটাররাও আছে ভালো। আমার মনে হয় দায়িত্ব নিয়ে খেললে আমরা ভালো করব।  এছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার এইটার সুযোগ উল্লেখ করে আকরাম খান বলেন, ‘এটাই তো একটা সুযোগ। যেহেতু বাংলাদেশে আমরা ওদের বিপক্ষে যে হেরেছি, এখনই সঠিক সময় ওই ম্যাচের প্রতিশোধ নেওয়ার। যেভাবে আমরা খেলছি, যে অবস্থায় ওদের ছন্দ আছে। ঐ সময় কিন্তু আমাদের এত ভালো ফাস্ট বোলার ছিল না। এখন কিন্তু আমাদের ফাস্ট বোলিং ইউনিট অনেক ভালো করছে। তো আশা করছি এবার ভালো করবে।’

 

ইত্তেফাক/ইআ