ভারতের ব্যাঙ্গালুরুতে ২১ জুন সাফ চ্যাম্পিয়নশিপ শুরু। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে আজ। খেলোয়াড়দের আজ রোববার (৪ জুন) রিপোর্ট করতে বলা হয়েছে। আগামীকাল থেকে মাঠের অনুশীলন শুরু হবে। জাতীয় দলের ক্যাম্প কীভাবে হচ্ছে না হচ্ছে তার খোঁজ নিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। গতকাল বাফুফে সভাপতি জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা এবং টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি ও ম্যানেজার আমের খানের সঙ্গে বৈঠক করেছেন। তাদের কি প্রয়োজন আছে আর কীভাবে তারা পরিকল্পনা করছে তা নিয়ে ঘণ্টাখানেক আলোচনা হয়েছে।
ভারত পাকিস্তান সাফ প্রস্তুতির তোড়জোড় শুরু করে দিয়েছে। সেই অর্থে বাংলাদেশ অতটা এগিয়ে যেতে না পারলেও ম্যানেজার আমের খানের কথা হচ্ছে প্রস্তুতি ভালো, সবাই খেলার মধ্যে রয়েছে।’
প্রিমিয়ার লিগ এখনো শেষ হয়নি। জুলাইয়ে সাফের পর শেষ হবে। লিগ চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং রেলিগেশনও হয়ে গেছে। এখন যেকটি খেলা বাকি আছে তা স্থান নির্ধারণ করে দেওয়ার ম্যাচ। লিগের খেলা টানা হয়েছে। খেলা বন্ধ ছিল না। প্রচণ্ড গরমের মধ্যেও লিগের খেলা চলছিল। খেলার মধ্যে থাকার কারণে ফুটবলাররাও প্রস্তুতিতে ছিলেন বলে মনে করছেন ম্যানেজার আমের খান।
সাফের অফিসে ৩৫ জনের নাম রেজিস্ট্রেশনের জন্য পাঠানো হয়েছিল। এখান থেকে দুইজন ইনজুরির কারণে বাদ পড়েছেন আর পারফরম্যান্সেরে কারণে আরো পাঁচজন বাদ পড়েছেন। এরই মধ্যে দল থেকে দুই ফুটবলার বাদ পড়েছেন।
ইনজুরিতে বাদ পড়া দুই ফুটবলার হলেন বসুন্ধরা কিংসের সাদ উদ্দিন এবং মতিন মিয়া। আর পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত, মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন, শেখ রাসেলের মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট, আবাহনীর মিডফিল্ডার মেহেদি হাসান রয়েল, শেখ জামালের মিডফিল্ডার আবু সাইদ। কোচ আগের যে তালিকাটা প্রকাশ করেছিলেন সেটির পর এর মধ্যে লিগের খেলা দেখে কাটছাঁট করেছেন তিনি। বসুন্ধরার মোরসালিন এবং মোহামেডানের সাজ্জাদ হোসেনকে নেওয়া হয়েছে। বিশেষ করে পরশু কিংসের মাঠে বসুন্ধরা কিংস-মোহামেডান ম্যাচে মোরসালিন দারুণ খেলেছেন। মোহামেডানের হারানের পেছনে মোরসালিনের পারফরম্যান্স উল্লেখ করার মতো। দু’দুটি গোলের পেছনের কারিগার তিনি। পিছিয়ে থাকা বসুন্ধরাকে সমতা আনতে এবং উইনিং গোলের পেছনে মোরসালিনের কাজ দেখেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।
একেবারে তরুণ ফুটবলার মোরসালিন। কিংসেই খেলছেন। গত মৌসুমে মোহামেডানের ধারে এসেছিলেন। সেখানেও ভালো খেলে আবার ফিরে গেছেন কিংসের ডেরায়। আরো এক ফুটবলার কোচের চোখে পড়েছে। মোহামেডানের সাজ্জাদ। আবাহনী এবং বসুন্ধরার বিপক্ষে ভালো খেলেছেন। চোখে পড়েছে কোচের। তবে এই যারা ডাক পেয়েছেন তারা আজ সন্ধ্যায় রাজধানীর হোটেল রিজেন্সিতে গিয়ে রিপোর্ট করবেন। আগামীকাল থেকে কিংসের মাঠে শুরু হবে অনুশীলন। সাফে খেলতে যাবে ২৭ জন। ভারতের যাওয়ার আগে কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
৩০ জনের প্রাথমিক দলে রয়েছেন যারা
গোলপোস্টে থাকবেন আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম সোহেল এবং মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণে কাজী তারিক রায়হান, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, ঈশা ফয়সাল, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, আলমগীর মোল্লা।
মাঝমাঠে মাসুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভুঁইয়া, মোহাম্মদ হূদয়, সাজ্জাদ হোসেন, মোরসালিন।
আক্রমণে রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুর রহমান সজীব।