মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে অজয় বাঙ্গার দায়িত্ব গ্রহণ

আপডেট : ০৪ জুন ২০২৩, ১৫:১১

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা। গত শুক্রবার বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদে তিনি এই দায়িত্ব গ্রহণ করলেন।

গত ৩ মে বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ অজয় বাঙ্গাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে। এর আগে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে তিনি যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়ন পেয়েছিলেন।  

বিশ্বব্যাংকের দাপ্তরিক টুইট থেকে বলা হয়েছে, ‘আসুন, বিশ্বব্যাংক গ্রুপের নতুন প্রেসিডেন্ট হিসেবে আমরা অজয় বাঙ্গাকে স্বাগত জানাই। এই বাসযোগ্য ধরিত্রীতে আমরা দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে অঙ্গীকারবদ্ধ।’

অন্যদিকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা টুইট বার্তায় বলেছেন, ‘অজয় বাঙ্গা দায়িত্ব গ্রহণ করছেন, আমি তাকে শুভকামনা জানাই। বিশ্বব্যাংক ও আইএমএফের মধ্যে যে গভীর সম্পর্ক, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ধারণা করি। বিশ্বের দরিদ্র মানুষের সহায়তায় আমরা একত্রে কাজ করব।’

অজয় বাঙ্গা ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হয়েছেন।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা যুক্তরাষ্ট্রের ইকুইটি প্রতিষ্ঠান জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান ছিলেন। মাস্টারকার্ডের প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি। ১৯৯৬ সালে অজয় বাঙ্গা ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 

 

ইত্তেফাক/এফএস