শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প ঙ্ ক্তি মা লা

আপডেট : ০৪ জুন ২০২৩, ২১:৪৭

বেলোয়ারি চুড়ি
তাহমিনা কোরাইশী

দু’হাত ভরা কাচের চুড়ি বেজে ঝনাত্ ঝন
সারা ঘরময় নিত্যদিনের আনন্দধ্বনি
ঋতুর বর্ণিল সময় বিবিধ উপকরণ সমাহারে
কত রঙে থইথই আমার সময়...
হঠাৎ প্রচণ্ড কালবৈশাখীতে মূর্ছা যাই
ভেঙে যায় চুড়ি, আহত নীড় থেকে ছিটকে পড়ি।
সময় তুলে দেয় হাতে কোরাথান
মেঘের দেশে ওড়া দৃষ্টিতে বৃষ্টি ঝরে
সাপ্টে নাওয়া শরীরের
ভাঁজে ভাঁজে তোমার ছোঁয়া খুঁজি,
বোবা বাতাসে কান খাড়া রাখি
যথারীতি কাজ এগোয় না আর
গৃহস্থালির সাজসজ্জায় হারায় জীবনের গান
ভুলভুলাইয়াতে অহর্নিশ সুর যায় কেটে
কাচের চুড়ি ভাঙার নির্দিষ্ট সময় আছে কি!
অযথাই বেকায়দায় পাঁজরভাঙা শব্দাবলিতে উড়ি
ওই আকাশে মাঞ্জা দেয়া সাতরঙে হই ঘুড়ি।

নীল মাঠ ফেলে উঠে দাঁড়াবার কালে
হাসান কল্লোল

আমার কপালে টলমল করে কপোতাক্ষের ঘাম
আমি বাংলার পাহাড়ের কোলে প্রকৃতির সন্তান!
আমার চোখের পাপড়িতে দোলে মেঘনার বেনো জল
সাহসী যাপনে ফুলের বাগানে উত্সব অবিরল।
এই গ্রীষ্মের আমলকীগাছে টুনটুনি পাখি খেলে
পরশ্রীকাতর মুখগুলো মুছে নেমেছি জোত্স্না জলে!
খেলে ডাংগুলি কিশোর উঠানে ওপাড়ে ঈর্ষা-বন্যা
নেমেছে বৃষ্টি পাহাড় ছাপিয়ে দিগন্তে মেঘ কন্যা!

আমাদের কথা মহাকাশে লেখা পড়েছ কি তুমি একা—
কালের পাখায় ঈগল কিংবা চিলের ডানায় আঁকা
যত যায় পথ তার সাথে যায় সুনীল ভবিষ্যত্যা
পিত জীবনে ফিরে না আসুক আবার উলটোরথ

আমরা বুনেছি, যাই বুনে যাই মহাকালজয়ী চারা
কিছু পথ গেলে সাফল্যের পাবে স্বর্ণাভ কড়া নাড়া!
এই বাংলার তুমি যদি হও মানচিত্রের সন্তান
পদ্মার বুকে থাকবে তোমার চিরভাস্বর নাম!

ভুল
সারওয়ার-উল-ইসলাম

ভুলের পাতা ভুলের ফুল
দাম্পত্যে হুলুস্থুল।
ভুলে চিঠি ভুলে দেখা
পাশাপাশি, তবুও একা।
ভুলে আংটি ভুলে কবুল
রাত নিশীথে ফোটে না ফুল।
ভুলে কান্না ভুলে হাসি
দুঃখটা হয় বারোমাসি।
ভুলের ডালা ভুলের ফল
চোখ সারাখন টলোমল।
ভুলের প্রাসাদ ভুলের ঘর
ডুপ্লেক্সটাও লাগে পর।

একজীবনে একটা ভুল
শ্যাম রাখি না রাখি কুল!

 

 

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন