সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত হওয়ার পর আপাতত নির্বাচন কমিশনের (ইসি) কিছুই করার নেই, তবে যে কেউ চাইলে আদালতে যেতে পারেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, কাউকে সুবিধা বা অসুবিধায় ফেলতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইনে যেভাবে বলা আছে সেভাবেই আমরা কাজ করেছি। গতকাল রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত গেজেটে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করা হয়। এতে ১০টি আসনের সীমানায় পরিবর্তন আসে। চূড়ান্ত গেজেট নিয়ে তীব্র অসন্তোষ ও সমালোচনা করেছেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার মো. আলমগীর গণমাধ্যমের মুখোমুখি হন।
বিশেষ ব্যক্তিকে সুবিধা দিতে এটা করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে আমরা যোগাযোগ রাখি না, যা হওয়ার শুনানি অনুযায়ী হয়েছে।
আর্থিক লেনদেনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যিনি অভিযোগ করেছেন, তার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে। সেই প্রমাণ নিয়ে তিনি আদালতে অথবা দুর্নীতি দমন কমিশনে যেতে পারেন। প্রমাণের দায়িত্বও তো উনার অথবা আমাদের কাছেও আনতে পারেন। আমরাও বিষয়টি দেখব।’