রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বার্সেলোনায় ফিরতে চান মেসি: মেসির বাবা

আপডেট : ০৫ জুন ২০২৩, ১৮:১১

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে দুই বছরের ইতি টেনেছেন লিওনেল মেসি। বিশকাপজয়ী এই ফুটবলারের ক্লাব ছাড়ার ঘোষণার পর থেকে তার পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে চলছে আলোচনা। বেশ কয়েকটি ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তার মধ্যে অন্যতম মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরা। মেসির বার্সায় ফেরা নিয়ে ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তের সঙ্গে আলোচনা করেছেন মেসির বাবা হোর্হে মেসি। আলোচনার পর এ নিয়ে কথা বলেছেন মেসির বাবা।

হোর্হে মেসি বলেন, 'লিও (মেসি) বার্সেলোনায় ফিরতে চায় এবং আমিও তাকে বার্সেলোনায় দেখতে চাই। আমি বলতে পারি যে আমরা আত্মবিশ্বাসী, বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। আপনি শীঘ্রই ভবিষ্যত জানতে পারবেন।'

এর আগে মেসির নূ ক্যাম্পে ফেরার ব্যাপারে বার্সেলোনা কোচ জাভি বলেছিলেন, ‘মেসি নিজেও জানে যে  আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। এ ব্যাপারে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। আমাদের এখানে তাকে ফেরাতে আমরা প্রস্তুত আছি।’ 

 

 


 

ইত্তেফাক/জেডএইচ