শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফুটবলারদের সাপোর্ট দিতে পারব, খেলে দিতে পারব না: সালাউদ্দিন

আপডেট : ০৫ জুন ২০২৩, ২০:৩৬

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা। সোমবার (৫ জুন) ফুটবলাদের অনুশীলন দেখতে মাঠে আসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। 

অনুশীলন দেখে গণমাধ্যমকে সালাউদ্দিন বলেন, ‘বাফুফে সভাপতি হিসেবে আমি যা করতে পারি, তা হচ্ছে আমি ছেলেদের সঙ্গে কথা বলতে পারি, অনুপ্রাণিত করতে পারি, সাহায্য করতে পারি। কিন্তু আমি তো খেলে দিতে পারব না। খেলাটা ওদেরই খেলতে হবে। ওরা আমাকে বলুক, এটা দরকার, এই সাপোর্ট দরকার, আমি সেগুলো দিব। কিন্তু দিনশেষে কোচের নির্দেশ অনুযায়ী তাদেরই খেলতে হবে।’ 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফে প্রধান আরও বলেন, ‘আমি এখানে এসেছি খেলোয়াড়দের বলতে যে তোমরা খেলার আগে ম্যাচ হেরে যেও না। ৯০ মিনিট পর ফলাফল হয়। হয় জিতবে না হয় হারবে। কিন্তু প্রতিপক্ষ যেমন ভালো, তোমরাও তেমন ভালো-এই মনোভাব নিয়ে মাঠে নামো।’

 

ইত্তেফাক/জেডএইচ