ওমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য বাফুফে কদিন আগেই অনুমতি দিয়েছে। তখন বলা হয়েছিল আগামী ১০ জুন এই টুর্নামেন্ট শুরু হবে। কিন্তু আদৌ ১০ জুন শুরু হবে কিনা তার নিশ্চয়তা নেই। এখনও এই টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ হতে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। টুর্নামেন্ট শুরু হতে মাত্র ৫ দিন বাকি।
আয়োজক কে-স্পোর্টস এই টুর্নামেন্ট আয়োজনে যেভাবে তৎপরতা শুরু করেছিল, ঢাকঢোল বাজিয়ে জানান দিয়েছিল সেই তুলনায় এখন টুর্নামেন্ট আয়োজনে সেরকম কিছু ফুটবল সংশ্লিষ্টদের চোখে পড়ছে না। গতকাল আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন এবং মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গিয়েছিলেন বুসন্ধরা কিংসের মাঠে। সেখানে সাফগামী জাতীয় পুরুষ ফুটবল দলের প্রথম অনুশীলন সেশন ছিল। চাউর হয়েছিল কিরণ এবং সালাহউদ্দিন কিংসের কর্তাদের সঙ্গে কথা বলবেন। কিরণ বললেন,‘আরে না না। আমরা কেউ ওখানে যাইনি। সভাপতি জাতীয় দলের অনুশীলন দেখতে গিয়েছিলেন আর আমি এমনি গিয়েছিলাম।’
ফ্র্যাঞ্চাইজি ফুটবল নিয়ে অন্য এক প্রশ্নে কিরণ বলেন বললেন, ‘সবকিছু কে-স্পোর্টস করছে। তারা ক্লিয়ার কিছু বলতে পারবে। সম্ভবত এখনও দল চূড়ান্ত হয়নি। হয়ে যাবে।’