কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত চার যুবককে পাঁচ লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার আলীখালি ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে অপহৃত চারজন ফেরত আসেন।
চার রোহিঙ্গা হলেন টেকনাফের ক্যাম্প-২৫ আলীখালি ব্লক ডি/২২ এর নুর হোসেনের ছেলে মো. ইউনুস (৩২), মো. রফিকের ছেলে মো. সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ (১৬) ও মো. সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।
জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালি ক্যাম্প ডি/২০ ব্লকের রহিম উল্লাহ দোকানের সামনে থেকে পাঁচ রোহিঙ্গা যুবককে ১২-১৪ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসীদল অপহরণ করে। পরে জনপ্রতি পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। টাকা দিতে পারবে না বলার পর জাহাঙ্গীর নামে একজনের বাম হাতের কব্জি কেটে ফেরত পাঠিয়ে ভয় দেখায়। এরপর সোমবার রাত ৮টার দিকে বাকি চারজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক জামাল পাশা বলেন, অপহৃত চার রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়েছে। তবে মুক্তিপণের বিষয়টি আমার জানা নেই।
গত সাত মাসে টেকনাফে রোহিঙ্গা ও স্থানীয়সহ প্রায় ৮০ জনের অধিক লোক অপহরণের শিকার হয়েছেন। অপহৃত প্রত্যেকের ওপর চালানো হয় নির্যাতন। এদের মধ্যে তিনজনকে হত্যা করা হয়েছে।