শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯৬ রোগী হাসপাতালে

আপডেট : ০৬ জুন ২০২৩, ১৬:৫১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৯৬ জন। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

মঙ্গলবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৯ জন ঢাকার এবং ঢাকার বাইরের সাত জন।

ছবি: আব্দুল গনি

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪১৩ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৩৫২ জন, বাকি ৬১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুই হাজার ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ছাড়া পেয়েছে দুই হাজার ১৪৩ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছে।

ইত্তেফাক/এমএএম