বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার (সাবেক মন্ত্রী পরিষদ সচিব) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে।
মঙ্গলবার (৬ জুন) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের চৌমুনাস্থ অফিসে ডিজিটাল স্মার্ট কর্নার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।
তিনি বলেন, স্মার্ট কর্নার স্থাপনের ফলে এখন থেকে প্রতিটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ডিজিটাল সুবিধার মাধ্যমে মুক্তিযুদ্ধ, সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। এ উদ্যোগের ফলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস ও তথ্য পাবে।
তিনি এসময় ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরও বেগবান করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
এসময় মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সকল উপজেলা আওয়ামী লীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর এবং প্রকৌশলী মো. তানভীর হাসান তালাশসহ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।