রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

৪৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

আপডেট : ০৬ জুন ২০২৩, ১৯:৫৮

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন। মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। 

পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসাবে পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল দিল পিএসসি। পিএসসি ও টেলিটকের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। ফল জানতে এখানে ক্লিক করুন। 

গত ১৯ মে শুক্রবার অনুষ্ঠিত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।

 

ইত্তেফাক/এএএম