সিরাজগঞ্জের বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনকে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (০৫ জুন) বিকালে তাকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। প্রত্যাহারের পর বেলকুচি থানায় নতুন ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন জেলা ডিএসবি অফিসার খায়রুল বাশার।
উল্লেখ্য, গত রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি ফোরাম।