বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহসিনের পাশে সালাহউদ্দিন ও পাপন

আপডেট : ০৭ জুন ২০২৩, ১১:০১

কানাডা প্রবাসী বাংলাদেশ ফুটবল দলের সাবেক গোলরক্ষক মহসিন অনেক দিন ধরেই ঢাকায় বসবাস করছেন। আড়ালেই ছিলেন তিনি। কিন্তু নিজের অসুস্থতার কথা বলতে পারছিলেন না মহসিন। তার অসুস্থতার খবর প্রকাশ পেলে অনেকেই এগিয়ে আসছেন সহযোগিতা করার জন্য। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন মহসিনকে সহযোগিতা করবেন। গতকালই সালাহউদ্দিন ১ লাখ টাকা মহসিনের কাছে পাঠিয়েছেন এবং প্রতি মাসে টাকা পাঠাবেন। সেটা ৫০ হাজার টাকা হতে পারে।

এদিকে সাবেক গোলরক্ষক মহসিনের পাশে দাঁড়িয়েছে বিসিবি। মহসিনকে আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। গতকাল মঙ্গলবার (৬ জুন) মিরপুরে সাংবাদিকদের সুজন জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশে মহসিনকে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ সময় তিনি বলেন, ‘বিসিবি শুধু ক্রিকেটারদের জন্য না। যে কোনো ডিসিপ্লিন বলেন বা অ্যাথলেট বলেন, যে কোনো অসুবিধায় পাশে থাকার চেষ্টা করে এবং মহসিন ভাইয়ের ব্যাপারটাও এমনই। বোর্ড সভাপতির নজরে এসেছে বিষয়টি। ইতোমধ্যে আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে ওনাকে সার্বিক সহযোগিতার ব্যাপারে।’

এছাড়া মহসিনের জায়গা-জমিসংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। বিসিবি সেগুলোও দেখবে বলে নিশ্চিত করেছেন সুজন, ‘উনার জায়গা-জমিসংক্রান্ত কিছু আইনি সমস্যা আছে। সেগুলোর ব্যাপারে আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে বলেছি। কাগজপত্র দেখে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা দেওয়ার।’

ইত্তেফাক/এসএস