শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৪৭

আপডেট : ০৭ জুন ২০২৩, ১৭:২২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। একই সময়ে আরও ১৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৯ জন মারা গেলেন। 

বুধবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

ছবি- আব্দুল গনি বর্তমানে ৪৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৯ জন ঢাকার বাইরের। 

এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭২০ জন। তাদের মধ্যে ৭২৩ জন ঢাকার বাইরের। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

ইত্তেফাক/এনএ/এমএএম