সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ওয়ার্নারকে হারিয়ে লাঞ্চ বিরতিতে অস্ট্রেলিয়া 

আপডেট : ০৭ জুন ২০২৩, ১৭:৪৬

শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে লাঞ্চ বিরইতে গেছে অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। দলীয় ২ রানে প্রথম উইকেট হারায় তারা। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান ওপেনার উসমান খাজা। 

খাজার বিদায়ের পর ক্রিজে আসেন মার্নাস লেবুশানে। এরপর ওয়ার্নারকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন লেবুশানে। দ্বিতীয় উইকেট জুটিতে ৭১ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।

তবে দলীয় ৭২ রানে ৬০ বলে ৪৩ রান করে আউট হন ওয়ার্নার। এরপর ক্রিজে আসেন স্টিভেন স্মিথ। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় অস্ট্রেলিয়া। 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন