সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কোথায় বিয়ে করবেন প্রভাস, জানালেন নিজেই

আপডেট : ০৭ জুন ২০২৩, ১৭:৫২

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে প্রভাস অভিনীত ছবি ‘আদিপুরুষ’। এ সিনেমা মুক্তির প্রথম দিকে কৃতি শ্যাননের সঙ্গেও নায়কের প্রেম নিয়ে অনেক কথাই হয়েছিল। ‘বাহুবলী’ মুক্তির পর নায়কের ব্যক্তিগত জীবনের প্রতি দর্শকের আগ্রহ বেড়েছে অনেকটাই। এতদিন প্রেমের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যেতেন অভিনেতা। কিন্তু আর ভক্তদের প্রশ্ন এড়িয়ে যেতে পারলেন না নায়ক।

এক ভক্ত প্রভাসকে সরাসরি প্রশ্ন করেন তিনি কি কোনও সম্পর্কে আছেন? বিয়ে কবে করছেন? সেই ভক্তকে নিরাশ করেননি এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি বিয়ে করবো তিরুপতিতেই।’

জীবনের যে কোনও শুভ কাজে তিরুপতিতে গিয়ে পূজা দিয়ে আসেন প্রভাস। ‘আদিপুরুষ’ মুক্তির আগেও তার ব্যতিক্রম হয়নি। শোনা যায়, তিরুপতিতে গিয়ে ভক্তদের ভিড়ে আটকে পড়েছিলেন অভিনেতা।

ছবি: সংগৃহীত

১৬ জুন মুক্তি পাবে প্রভাসের ‘আদিপুরুষ’। তবে প্রথম প্রচার ঝলক মুক্তি পাওয়ার পরেই ছেঁকে ধরেছিল বিতর্ক। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ছবির বিরুদ্ধে মামলা করে জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। শুধু তাই নয়, নতুন পোস্টার ও প্রচার ঝলক মুক্তি পাওয়ার পরেও একাধিক বার সমালোচনার মুখে পড়তে হয়েছে ‘আদিপুরুষ’কে। তবে সেই সব বিতর্ক এখন অতীত। ১৬ জুন মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে ছবির বাজেটের প্রায় ৮৫ শতাংশ টাকা তুলে নিয়েছে ‘আদিপুরুষ’।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন