অবশেষে গুঞ্জনকে সত্যি করে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে নাম লেখান করিম বেনজেমা। সৌদির ক্লাব থেকে পাওয়া লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্কের ইতি টানেন এই ফরাসি স্ট্রাইকার। বেনজেমার পর এবার বিশ্বকাপজয়ী এনগোলো কন্তেকে দলে ভেড়ালো আল ইত্তিহাদ।
কন্তের সৌদি ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানান, বাৎসরিক ১০০ মিলিয়ন ইউরোতে দুই বছরের জন্য আল ইত্তিহাদে যোগ দিয়েছেন কন্তে। লন্ডনে তার মেডিকেল সম্পন্ন করেছে।
ফ্রান্সের হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জিতেছেন কন্তে। এছাড়াও ২০২১ সালে ইংলিশ ক্লাব চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন এই ফরাসি মিডফিল্ডার।