শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মায়ের লাশ গ্রহণ করলেন না ছেলে, দাফনের ব্যবস্থা করলেন ওসি

আপডেট : ০৭ জুন ২০২৩, ২০:৫৬

মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া এক অসহায় মায়ের লাশ গ্রহণ করেনি ছেলে। মায়ের লাশ গ্রহণে ছেলে অনীহা প্রকাশ করায় থানার ওসি শামীম হোসেন লাশ গ্রহণ করে দাফনের দায়িত্ব নিয়ে এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন। 

কালকিনি থানার ওসি শামীম হোসেনের নিজ সহায়তায় অ্যাম্বুলেন্স ভাড়া করে নিহত বৃদ্ধা মায়ের লাশ তার নিজ বাড়ি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খুনেরচর গ্রামে দাফনের ব্যবস্থা করা হয়। বুধবার সকালে থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বৃদ্ধা সূর্যবান বিবি (৬৭) শরীয়তপুরের জাজিরা উপজেলার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সম্প্রতি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে তার অবস্থার অবনিত হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তিনি মারা যান। বৃদ্ধা সূর্যবান বিবি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে একটি বারের জন্য তার একমাত্র ছেলে সেহবাফ কোনো প্রকার খোজখবর নেননি। কিন্ত তার মৃত্যু হওয়ার পরও থানা পুলিশ ছেলে সেহবাফ হোসেনকে মায়ের মৃত্যুর খবর দিলে মায়ের লাশ গ্রহণ করতে তিনি অস্বীকৃতি জানায়। ওসি মো. শামীম হোসেন সূর্যবান বিবির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ অর্থায়নে পরিবহন খরচ দিয়ে নিহতের নিজ গ্রামে পৌছানোর ব্যবস্থা করেন। এবং মঙ্গলবার রাতে এসআই কাঞ্চনের সহযোগিতায় নিহত বৃদ্ধার লাশ দাফন করা হয়। 

এ বিষয় নিহতের ছেলে সেহবাফের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান।

কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন জানান, আমি নিজে সন্তানের ভূমিকায় থেকে লাশ বাড়িতে পৌছে দিয়ে দাফনের ব্যবস্থা করেছি। ওরকম সন্তান যেন কোনো মায়ের পেটে না জন্মায়।

ইত্তেফাক/পিও