সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফতুল্লায় দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩ 

আপডেট : ০৭ জুন ২০২৩, ২১:৫৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক ঘটনায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুন) বিকালে ফতুল্লার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ও বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন শাহ আলম, ছালেহা বেগম (৭০) ও তার ছেলে আবদুর রহিম (২৯)। 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) মহসিন জানান, বুধবার বিকাল ৪টার দিকে অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী ক্রেনের চাপায় নিহত হন। পরে তার পরিচয় পাওয়া যায়। তার নাম শাহ আলম। অপরদিকে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার ভোলাইল গেউদ্দার বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছালেহা বেগম (৭০) ও তার ছেলে আবদুর রহিমের (২৯) মৃত্যু হয়। নিহত ৩ জনের মরদেহ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ছালেহার ছোট ছেলে আব্দুর জব্বার জানান, সন্ধ্যায় টিনের চালার সঙ্গে জিআই তার বাঁধার সময় বোন মালেকা বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে তারা দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের দ্রুত উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ সত্যতা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/পিও