উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে আলেম-ওলামা ও তালিবুল ইলমদের নিয়ে এক কর্মশালা আয়োজন করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বুধবার (৭ জুন) পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর মাল্টিপারপাস হলে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এটিইউ-এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।
তিনি জানান, কর্মশালায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার ৯টি মাদ্রাসার আলেম-ওলামা ও তালিবুল ইলমগণ এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জঙ্গিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা প্রতিরোধে আটটি বিষয়ের ওপর আলেম-ওলামা ও তালিবুল ইলম সমাজের অধিকতর ভূমিকা এবং এটিইউ কীভাবে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে সে বিষয়ে মতামত প্রদান করে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে এটিইউ’র কাউন্টার ন্যারেটিভ ‘ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ’ এবং উগ্রবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী লিফলেট বিতরণ করা হয়।
এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) এম এম রুহুল আমিনের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অ্যাডিশনাল আইজি) ড. মল্লিক ফখরুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন এটিইউ’র ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহম্মেদ। ডিআইজি (অপারেশন্স) মো. মনিরুজ্জামান আলেম-ওলামা ও তালিবুল ইলমদের উদ্দেশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়াও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আহমদ আবুল কালাম, মাওলানা রুহুল আমিন খান উজানভী, মাওলানা মাসঊদ আহমেদ প্রমুখ।