সম্প্রতি এক গবেষণা প্রকাশ করেছে এশিয়া ফ্লোর ওয়েজ এ্যালাইন্স। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের গার্মেন্টস কর্মী পর্যাপ্ত ক্যালরি পাচ্ছেন না।
গবেষণার বলা হয়, বাংলাদেশের ৬৩ টি গার্মেন্টস ফ্যাক্টিরির ৩০০ জন কর্মীর ওপর জরিপ চালানো হয়। এতে দেখা যায়, রেডিমেড গার্মেন্টস কর্মীরা প্রতিদিন ১৯৫০ ক্যালরি খাচ্ছেন। যার দাম ১২০ টাকা। যেখানে সরকার নির্ধারিত জাতীয় মান অনুযায়ী মাথাপিছু ক্যালরি দরকার ২১২২।
এ গবেষণায় দেখা গেছে, চার জন সদস্যের পরিবারের প্রতিমাসের জাতীয় মানের ক্যালরি পেতে খরচ হবে ২৪ হাজার টাকা। যেখানে বাংলাদেশি কর্মীদের প্রতিমাসের বেতন অনেক কম।
২০২২ সালের জুনে তথ্য সংগ্রহ করে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশ কো-অর্ডিনেটর মোহাম্মদ আরিফুল রহমান। এ ছাড়া কর্মীদের বাড়ি ভাড়া, খাদ্য, স্বাস্থ্যসেবা, যাতায়াত, শিক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের বিশ্লেষণ করে দরকারি মজুরি গণনা করেছে এএফডভ্লিউএ। সেই অনুযায়ী চার জন সদস্যের ক্যালরি দরকার ৩ হাজার। আর এর দাম পড়ে ৫১ হাজার টাকা। কিন্তু কর্মী ও ট্রেড ইউনিয়ন নেতাদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশে গার্মেন্টস কর্মীদের প্রতিমাসে আয় ১০ থেকে ১২ হাজারের মধ্যে।
প্রতিবেদনে বলা হয়েছে, যৌথভাবে ওয়েবনিয়ার আয়োজন করে এশিয়া ফ্লোর ওয়েজ এ্যালাইন্স (এএফডব্লিউএ) ও রিমেক। শিরোনাম ছিল, উইম্যান-সেন্ট্রেড লিভিং ওয়েজ বিয়ন্ড বর্ডার্স।