রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফিলিস্তিনের রামাল্লায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান ও সংঘর্ষ

আপডেট : ০৮ জুন ২০২৩, ১০:৩৯

ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর রামাল্লায় অভিযান চালায়। পরে সংঘর্ষ শুরু হয়। তবে, সেখানকার সেনাবাহিনীর দাবি একজন হামলাকারীর বাড়ি ভেঙে ফেলার জন্য অভিযান চালানো হয়। 

রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী জানায়, একটি বিশাল সামরিক কনভয় রামাল্লা শহরের কেন্দ্রস্থলে পৌঁছায়। তাদের নেতৃত্বে কয়েকশ ফিলিস্তিনি ওই এলাকায় জড়ো হয়।

প্রত্যক্ষদর্শী বলেন, কিছু ফিলিস্তিনি যুবক ইসরায়েলি বাহিনীর দিকে ঢিল ছুড়েছে। পরবর্তিতে অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে উঠলে ট্র্যাশ বিনে আগুন লাগানো রাস্তা অবরুদ্ধ হয়ে যায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনন্ত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজন গুলিবদ্ধ। 

ইসরায়েলি বাহিনী জানায়, তাদের বাহিনী রাম্মাল্লায় সন্ত্রাসীদের বাড়ি ধ্বংসের জন্য অভিযান চালায়। যারা গতবছরের নভেম্বরে জেরুজালেমে বোমা হামলা চালিয়েছিল। 

নভেম্বরে সেই জোড়া বিস্ফোরণে একজন ইসরায়েলি-কানাডিয়ান কিশোরসহ দুইজন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হয়েছিল।  

 

ইত্তেফাক/এফএস