মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘নির্বাচনে কোনো অনিয়ম করলে ধরে জেলে পাঠাব’

আপডেট : ০৮ জুন ২০২৩, ১২:৫৯

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, নির্বাচনে কোনো অনিয়ম করলে ধরে জেলে পাঠাব।

তিনি বলেন, নির্বাচন কমিশন ও জনগণকে সুষ্ঠ নির্বাচন উপহার দিতে বন্ধ পরিকর নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। আড়াইহাজার পৌর নির্বাচনে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। কেউ যদি কোনো অনিয়ম করার চেষ্টা করে সরাসরি জেলে পাঠানো হবে।

আড়াইহাজার পৌরসভার সাধারণ নির্বাচন ২০২৩ উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচারণ বিধিমালা প্রতিপালন বিষয়ক মত বিনিময় সভায় বুধবার (৭ জুন) বিকেলে জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া করেছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ের থাকবে। কোনো অনিয়ম বরদাশত করা হবে না। আড়াইহাজার পৌরসভা নির্বাচন হবে একটি মডেল নির্বাচন। কোন অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।

সভায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, বুধবার থেকে বহিরাগত প্রবেশ নিষেধ। নম্বর বিহীন কোন মোটরসাইকেল দেখলে আটকের নির্দেশ দেন। অনুষ্ঠানে অনুমোদনহীন অলনাইনের কোনো সাংবাদিককে পর্যক্ষেণ কার্ড না দেওয়ার জন্য রিটানিং কর্মকর্তাকে নির্দেশ দেন।

আগামী ১২ জুন আড়াইহাজার পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইত্তেফাক/আরএজে