রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পুলিশি বাধায় মাদারীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড

আপডেট : ০৮ জুন ২০২৩, ১৭:৩৬

দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে জেলা বিদ্যুৎ অফিসের সামনে মাদারীপুর জেলা বিএনপির অবস্থান অবস্থান কর্মসূচি শুরু হলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পুলিশ ব্যানার কেড়ে নিতে চাইলে পুলিশ ও নেতা-কর্মীদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (৮ জুন) মাদারীপুর জেলা বিদ্যুৎ অফিসের সামনে থেকে মহাসড়কেই বিক্ষোভ শুরু করে মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ করেন।

অবস্থান কর্মসূচি শুরু করার পূর্বেই জেলা বিদ্যুৎ অফিসের প্রধান নির্বাহী প্রকৌশলীর হাতে স্মারকলিপি প্রদান করেন বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান এবং যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান মুরাদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। 

স্মারকলিপি প্রদানের সময় জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক মো. ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে মাদারীপুর জেলা আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার আহম্মেদ চিস্তি, বিএনপি নেতা বাচ্চু মকদম, সাবেক কৃষক দল নেতা এনামুল হক লালচান, যুবনেতা সালাউদ্দিন বেপারী, মো. দুলাল হোসেন, জুয়েল, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম শামীম, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও