মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কক্সবাজার জেলা যুবলীগ সাধারণ সম্পাদককে অব্যাহতি ও কমিটি বিলুপ্ত 

আপডেট : ০৮ জুন ২০২৩, ১৯:৪৩

আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জুন) আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল-এর যৌথ স্বাক্ষরে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একইসঙ্গে গঠনতন্ত্রের ধারা-২৩ মোতাবেক জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হওয়ায় আওয়ামী যুবলীগ, কক্সবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।

 

ইত্তেফাক/এএএম